Description
গ্রন্থকারের মুখবন্ধ
সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ দিয়ে বলেছেন, “নিশ্চয় তােমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। যে আল্লাহ ও পরকাল দিবসের আশা করে আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করে।” [সূরা আল-আহযাব, আয়াত: ২১]
দুরূদ ও সালাম বর্ষিত হােক আল্লাহর প্রকৃত আনুগত্য ও সুন্নাতের অনুসরণের দিকে সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর।
পরকথা: প্রিয় পাঠক! বক্ষ্যমাণ গ্রন্থে আপনাদের সমীপে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন সুন্নাতগুলাে তুলে ধরবাে। এক্ষেত্রে প্রথমে আমরা সময়ের সঙ্গে সংশ্লিষ্ট সুন্নাতগুলাে বর্ণনা করবাে। এরপর অতিরিক্ত এমন কিছু সুন্নাত উল্লেখ করবাে যেগুলাে নির্ধারিত সময়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এখানে সুন্নাত বলতে আমাদের উদ্দেশ্য হচ্ছে মুস্তাহাব আমল- যেগুলাে দীনের আবশ্যকীয় বিধান নয়; বরং পূর্ণ আনুগত্যের বহিঃপ্রকাশ।
এটা মূলত আমাদের রচিত ‘আল মিনাহুল আলিয়্যা ফী বায়ানিস সুনান আল ইয়াওমিয়্যাহ’ শীর্ষক গ্রন্থটি থেকে গবেষণামূলক মাসায়েল ও সুন্নাহ সংশ্লিষ্ট আলােচনা বাদ দিয়ে তৈরি করা সংক্ষিপ্ত ও পরিমার্জিত রূপ।
পাঠকের সময় ও ব্যস্ততার দিকে তাকিয়ে কিছু ভাইয়ের পরামর্শে আমরা কাজটি সম্পন্ন করেছি। পাশাপাশি কলেবর ছােট হওয়ার সুবাদে গ্রন্থটি যেন সর্বাধিক সংখ্যক পাঠকের হাতে পৌঁছতে পারে সেটাও আমাদের অন্যতম উদ্দেশ্য।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নাতগুলাে এক মলাটে নিয়ে আসার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের ভেতরে কাজ করেছে। প্রথমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন-আদর্শ যথাযথভাবে পাঠকের সামনে তুলে ধরা যেটাকে পশ্চিমা দুনিয়া বিকৃত করার অপচেস্টা চালিয়েছে।
দ্বিতীয়ত নফল হওয়ার দোহাই দিয়ে মুসলিম উম্মাহর এসব সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও আমাদের এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছে। কারণ এগুলাে ছেড়ে দেয়ার মাধ্যমে উমাই বড় ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে এবং হচ্ছে।
গ্রন্থটিতে আমরা প্রতি দিনের সহীহ সুন্নতগুলাে দলীলসহ উল্লেখ করার যথাসাধ্য চেষ্টা করেছি। আল্লাহ তা’আলা আমাদেরকে নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের তাওফীক দান করুন।
বিনীত ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ
Reviews
There are no reviews yet.