Description
মুক্বাল্লিদরা নিজেদের ওপর অন্যের তাক্বলীদ করাকে ওয়াজিব করে নিয়েছে। আর তারা এটা ভেবে প্রশান্তিতে আছে যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আর আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া বিছিন্ন হয়েছে। আর তারা তাদেরকে তাক্বলীদের মাসআলা জানানোর জন্য কিতাব লেখে। কারন কোন একটা মাঝহাবের অনুসরণ করার পর আর তাদের ইমামদের মানার পরে আর কোন ইজতিহাদ করা যাবে না। তারা তাদের বিদ’আতের সাথে অন্য নতুন বিদ’আত সংযুক্ত করে, তাদের নিকৃষ্ট কাজের সাথে অন্য নিকৃষ্ট কাজ মিলায়। আর তারা তাদের নিজেদের উপর মূর্খতাকে নির্দিষ্ট করে নেয়। তারা যে তাক্বলীদের বিদ’আত করে তা হলো সকল বিদ’আতের মূল এবং সকল নিকৃষ্ট কাজের মূল। বরং এরা এই তাক্বলিদের মাধ্যমে উম্মাতে মুহাম্মাদী ছ্বল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কিতাব ও তার রসুলের (ছ্বল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ থেকে শরী’আত জানার পথ বন্ধ করে দেয় আর সেখানে আর কোন পথ বা উপায় থাকে না।
Reviews
There are no reviews yet.